কেনিয়ায় প্লেন দুর্ঘটনায় ১১ নিহত: বিদেশি নাগরিকসহ কেউ বেঁচে নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২৬, ১ নভেম্বর ২০২৫
কেনিয়ায় একটি ছোট আকারের যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি’র।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে দক্ষিণ উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে যাত্রা করে বিমানটি মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বো অঞ্চলের দিকে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
মোম্বাসা এয়ার সাফারি নামের বিমান সংস্থার চেয়ারম্যান জন ক্লিভ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত প্লেনে মোট ১১ জন ছিলেন—এর মধ্যে ৮ জন হাঙ্গেরিয়ান, ২ জন জার্মান এবং ১ জন কেনিয়ার নাগরিক (পাইলট)। তিনি বলেন, “দুঃখের বিষয়, কেউই বেঁচে নেই। আমরা গভীর শোকাহত।”
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, সরকারি তদন্ত দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি—কোনটি দায়ী, তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘন জঙ্গলের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি জানান, তার সরকার কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, চলতি বছর আগস্টে কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে মেডিকেল এনজিও আমরেফ-এর একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছিল।
