রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

কেনিয়ায় প্লেন দুর্ঘটনায় ১১ নিহত: বিদেশি নাগরিকসহ কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৬, ১ নভেম্বর ২০২৫

কেনিয়ায় প্লেন দুর্ঘটনায় ১১ নিহত: বিদেশি নাগরিকসহ কেউ বেঁচে নেই

কেনিয়ায় একটি ছোট আকারের যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি’র।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে দক্ষিণ উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে যাত্রা করে বিমানটি মাসাই মারা জাতীয় উদ্যানের কিচওয়া টেম্বো অঞ্চলের দিকে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

মোম্বাসা এয়ার সাফারি নামের বিমান সংস্থার চেয়ারম্যান জন ক্লিভ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত প্লেনে মোট ১১ জন ছিলেন—এর মধ্যে ৮ জন হাঙ্গেরিয়ান, ২ জন জার্মান এবং ১ জন কেনিয়ার নাগরিক (পাইলট)। তিনি বলেন, “দুঃখের বিষয়, কেউই বেঁচে নেই। আমরা গভীর শোকাহত।”

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, সরকারি তদন্ত দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি—কোনটি দায়ী, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘন জঙ্গলের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। উদ্ধারকর্মীরা সকাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি জানান, তার সরকার কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, চলতি বছর আগস্টে কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে মেডিকেল এনজিও আমরেফ-এর একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছিল।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ