পাকিস্তানের কাশ্মীরে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৪৭, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৩৫, ৩১ অক্টোবর ২০২৫
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। আধুনিক উড়োজাহাজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত ও প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে যুগান্তকারী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের মধ্যেই এর নির্মাণকাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলের সংযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত বাস্তবতা যাচাই ও স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।
নকশা অনুমোদন ও সমীক্ষা শেষ হওয়ার পর ‘মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, বিমানবন্দরটি নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরতদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। ইসলামাবাদ বা পাঞ্জাবের অন্যান্য প্রদেশের দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমে যাবে। নতুন বিমানবন্দর সরাসরি আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগের সুযোগ তৈরি করবে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরটি চালু হলে কেবল ভ্রমণ সহজ হবে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগ ও বাণিজ্য কার্যক্রমও বাড়বে, যা অঞ্চলের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করবে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, প্রকল্পের সব প্রযুক্তিগত ও লজিস্টিক দিক ২০২৫ সালের মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
