তৃতীয় এয়ারবাস যুক্ত ইউএস-বাংলায়, বহরে উড়োজাহাজ এখন ২৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১১, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:০৬, ২১ অক্টোবর ২০২৫
ইউএস-বাংলা এয়ারলাইনস। ছবি: ইউএস-বাংলা
দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বহরে যুক্ত করেছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। ফলে ইউএস-বাংলা এখন ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশের সর্ববৃহৎ এয়ারলাইনসে পরিণত হলো।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় স্পেনের ট্যুরেল থেকে আসা এয়ারক্রাফটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলায় যুক্ত হওয়া এই উড়োজাহাজের আসনসংখ্যা ৪৩৬।
উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের উর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তারা জানান, এই নতুন এয়ারক্রাফট যুক্ত হওয়ায় সংস্থার আন্তর্জাতিক রুট পরিচালনায় সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।
নতুন এয়ারবাসের সম্ভাব্য রুট
ইউএস-বাংলা জানিয়েছে, নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে শিগগিরই সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলার বহরে এখন যা রয়েছে
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে রয়েছে—
৩টি এয়ারবাস ৩৩০-৩০০
৯টি বোয়িং ৭৩৭-৮০০
১০টি এটিআর ৭২-৬০০
২৫টি উড়োজাহাজ, যা সংখ্যার বিচারে ইউএস-বাংলাকে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইনসে পরিণত করেছে।
ইউএস-বাংলার বর্তমান রুট
ইউএস-বাংলা বর্তমানে অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। এসব রুটের মধ্যে রয়েছে— কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু।
