জেদ্দা–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১১, ২২ অক্টোবর ২০২৫
সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল। ছবি: সংগৃহীত
সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল (flyadeal) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করেছে। বুধবার (২২ অক্টোবর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কেটে এই নতুন রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
প্রাথমিকভাবে জেদ্দা–ঢাকা রুটে সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইএডিল।
সময়সূচি অনুযায়ী—
ফ্লাইট এফ৩ ৯১১২ জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে।
ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ১টায় জেদ্দার উদ্দেশে উড়াল দেবে।
ফ্লাইএডিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন রুট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। সংস্থাটি বলছে, এটি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সংযোগ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এর আগে ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে স্বল্পমূল্যের বিমান সেবা চালু করে জনপ্রিয়তা অর্জন করেছে। ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন দক্ষিণ এশিয়ার বাজারেও প্রবেশ করল।
