মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

বেতন-যন্ত্রাংশ সংকট

পিআইএ’র ৫৫টি ফ্লাইট বিঘ্নিত

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:৩৭, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৪৩, ৫ নভেম্বর ২০২৫

পিআইএ’র ৫৫টি ফ্লাইট বিঘ্নিত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। ছবি: সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে ব্যবস্থাপনা ও বিমান প্রকৌশলীদের তীব্র দ্বন্দ্বে। অসন্তুষ্ট প্রকৌশলীরা ‘এয়ারওয়ার্থিনেস ক্লিয়ারেন্স’ জারি বন্ধ করে দেওয়ায় সোমবার রাত থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

দেশটির অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সোমবার সন্ধ্যা ৮টার পর থেকে কমপক্ষে ৫৫টি ফ্লাইট বিঘ্নিত হয়, যার মধ্যে করাচি, লাহোর ও ইসলামাবাদ থেকে পাঁচটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এছাড়া ১২টি আন্তর্জাতিক ফ্লাইটও প্রভাবিত হয়েছে—যার অধিকাংশেই ছিলেন ওমরা যাত্রী।

পাকিস্তান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার্স সোসাইটি জানিয়েছে, তারা প্রায় আড়াই মাস ধরে কালো বাহুবন্ধনী পরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।

তাদের অভিযোগ,

গত ৮ বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি,

যন্ত্রাংশের তীব্র সংকট এবং উড়োজাহাজ পরিচালনায় নিরাপত্তা বিধি উপেক্ষা করে চাপ প্রয়োগ করা হচ্ছে।

তাদের দাবি, “আমরা যাত্রীদের জীবন ঝুঁকিতে রাখতে পারি না।”

পিআইএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, “যেকোনো প্রকৌশলী যদি ইচ্ছাকৃতভাবে ফ্লাইট কার্যক্রমে বাধা দেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, প্রকৌশলীদের সংগঠনের কোনো আইনি স্বীকৃতি নেই এবং এ আন্দোলনের মূল উদ্দেশ্য এয়ারলাইনসের বেসরকারিকরণ প্রক্রিয়া ব্যাহত করা। তিনি আরও বলেন, “নিরাপত্তা ইস্যুর আড়ালে কর্মবিরতি চালানো যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে এবং প্রশাসনের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করছে।”

পাকিস্তান এসেনশিয়াল সার্ভিস ( মেইনটেনেন্স ) অ্যাক্ট, ১৯৫২অনুযায়ী, জাতীয় এয়ারলাইনসের কর্মবিরতি বা ধর্মঘট অবৈধ এবং এতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিইও জানিয়েছেন, অন্য এয়ারলাইনসের প্রযুক্তিগত সহায়তা নেওয়ার উদ্যোগ চলছে এবং শিগগিরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার