ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮, ৫ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার রুমা ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। মঙ্গলবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, “রুমা নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় সশস্ত্র হামলা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, “রুমার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, রুমা দীর্ঘদিন ধরে সংগঠনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগঠনের কয়েকজন পলাতক নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।
এদিকে, রুমার গ্রেপ্তারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে “আইনের শাসনের প্রয়োগ” হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।”
