বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

ভার্জিনিয়ায় লেফটেন্যান্ট গভর্নর পদে প্রথম মুসলিম নারী গাজালা হাশম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫০, ৫ নভেম্বর ২০২৫

ভার্জিনিয়ায় লেফটেন্যান্ট গভর্নর পদে প্রথম মুসলিম নারী গাজালা হাশম

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নতুন ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী ও ডেমোক্র্যাট প্রার্থী গাজালা হাশমি। রিপাবলিকান জন রিডকে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে। এর মাধ্যমে রাজ্যটির ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী এই পদে আসীন হচ্ছেন।

হাশমি এর আগে ভার্জিনিয়া সিনেটে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সাম্প্রতিক এই জয়ের ফলে এখন তার সিনেট আসনটি পূরণে বিশেষ নির্বাচন আয়োজন করতে হবে।

১৯৬৪ সালে ভারতের হায়দরাবাদে জন্ম নেন গাজালা হাশমি। বাবা অধ্যাপক জিয়া হাশমি ও মা তানভীর হাশমি—দুজনই উচ্চশিক্ষিত। মাত্র চার বছর বয়সে তিনি মা ও বড় ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তারা জর্জিয়ায় বসবাস শুরু করেন।

গাজালা হাশমি জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি থেকে অনার্সসহ বিএ এবং আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয় থেকে আমেরিকান সাহিত্য বিষয়ে পিএইচডি অর্জন করেন। পরে প্রায় তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য রেনল্ডস কমিউনিটি কলেজে তিনি “সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং”-এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

২০১৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন গাজালা হাশমি। বিস্ময়করভাবে এক রিপাবলিকান-নিয়ন্ত্রিত আসনে জয়ী হয়ে তিনি ভার্জিনিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে নির্বাচিত হন।

২০২৪ সালে তিনি সিনেটের শিক্ষা ও স্বাস্থ্য কমিটির চেয়ারপারসন হন—যা ডেমোক্র্যাট পার্টির দুটি গুরুত্বপূর্ণ ইস্যু, প্রজনন স্বাধীনতা ও জনশিক্ষা সংস্কার, নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করে দেয়।

তার রাজনৈতিক লক্ষ্য—আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশগত ন্যায়বিচারে বৈষম্য দূর করা।

গাজালা হাশমি তার স্বামী আজহার রফিক ও দুই কন্যা ইয়াসমিন ও নূর-কে নিয়ে ভার্জিনিয়ার রিচমন্ডে বসবাস করেন।

দু’জন কন্যাই চেস্টারফিল্ড কাউন্টি পাবলিক স্কুল ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়ছেন জোনায়েদ সাকি
অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়বৃষ্টি, ঢাকায় বৃষ্টি-হালকা ঝড়ের আভাস
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির আরজি
পিপল ম্যাগাজিন-এর চোখে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি: নাহিদ
১৬ মাসের ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতে অনুসরণ করতে পারবে: প্রধান বিচারপতি
ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর
তত্ত্বাবধায়ক নিয়ে অষ্টম দিনের শুনানি চলছে
এনসিপির জন্য বিএনপি ৮-১০টি আসন ছাড়তে পারে
বাংলাদেশের সামনে ২৭৬ রানের টার্গেট
খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিজয়ী ভাষণে ট্রাম্পকে খোঁচা দিলেন মামদানি
দায়িত্ব ছাড়ছেন আফগান হেড কোচ জোনাথন ট্রট
জোট নয়, নির্বাচনি সমঝোতায় যাবে জামায়াত: আমির শফিকুর রহমান
বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. সানসিলা
খাগড়াছড়ির অগ্নিকাণ্ড: বজ্রপাত থেকে আগুন, পুড়লো ২৩ দোকান