গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে গিয়াস কাদের চৌধুরী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১:১১, ৬ নভেম্বর ২০২৫
এরশাদ উল্লাহকে দেখতে বুধবার রাতে হাসপাতালে যান বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি: সমাজকাল
চট্টগ্রাম-৮ ((চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে হাসপাতালে দেখতে গিয়েছেন দলের উত্তর জেলার সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। আজ বুধবার রাতে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে নগরীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
এর আগে বিকেলে নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহসহ অন্তত তিনজন, তাদের মধ্যে সরোয়ার হোসেন নামে একজন মারা গেছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হাসপাতালে গিয়ে এরশাদ উল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন। একইসঙ্গে দলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি।
চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এরশাদ উল্লাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে, এভারকেয়ার হাসপাতালের সামনে রাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। তারা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যও চট্টগ্রামে যোগাযোগ রাখছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি এই হামলাকে পরিকল্পিত বলে দাবি করেছে এবং প্রশাসনের কাছে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
