বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় মদসহ আটক ২
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২০:১৯, ৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। বুধবার সকালে টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
২ বিজিবি সূত্র জানায়, সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। নারকোটিক্স ডগ ‘মেঘলা’র সহায়তায় এক যাত্রী মোঃ নজুরল ইসলামের কাছ থেকে ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর একই এলাকায় আরেকটি অভিযানে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইজি বাইকচালক মোঃ জসিম (১৮) কে আটক করে বিজিবি সদস্যরা।
২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ‘মাদক বহনের দায়ে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত মাদক ও যানবাহনসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
