ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে আহত ২০ জন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৫, ৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে আপন দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফুতেপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের ফুতেপুর গ্রামের পানিখাওরি গোষ্ঠীর মৃত আলী আকবরের দুই ছেলে—এমদাদুল ও সাত্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সাত্তার মিয়া তার মেয়ে জামাইয়ের কাছে ওই জমি বিক্রি করেন। এতে ক্ষুব্ধ হন বড় ভাই এমদাদুল।
বিক্রির টাকার ভাগ নিয়ে মঙ্গলবার রাতে গ্রামে সালিশ বৈঠক বসে। তবে সালিশে বিষয়টি মীমাংসা না হওয়ায় বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা ও অরুয়াইল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
