সংস্কার নিয়ে সংকট সমাধানে আলোচনায় ৯ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০১, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৪, ৫ নভেম্বর ২০২৫
ছবি: গণসংহতি আন্দোলন
সংস্কার বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে নতুন আলোচনার উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল।
এই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে বৈঠক করেছে দলগুলো। বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় দলসহ মোট নয়টি রাজনৈতিক দল অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।
গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দল হলো- গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টি।
এর সঙ্গে আলোচনায় যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও গণ অধিকার পরিষদ।
বৈঠকের বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম সাংবাদিকদের বলেন, `সংস্কার বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে সরকার রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে বলেছে। কোন পথে সমাধান করা যায়, সে বিষয়ে আমরা আজ আলোচনা করেছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, আরও আলোচনা চলবে।‘
তিনি আরও জানান, আজকের বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনই বিস্তারিত বলা যাবে না।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, `প্রত্যেক দল এখন নিজ নিজ ফর্মুলা নিয়ে সরকারের ওপর চাপ দিচ্ছে। আমরা যদি এখন কোনো প্রস্তাব দিই, তা নিয়ে অহেতুক বিতর্ক হবে। তবে সরকার চাইলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।‘
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, `আমরা সব সময় আলোচনার পক্ষে। রাজনৈতিক সংকট যেন শান্তিপূর্ণভাবে সমাধান হয়, সে জন্য সরকারকে সাহসী ভূমিকা নিতে হবে।‘
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, `আমরা বিএনপি–জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে চাই। দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে পারলেই নির্বাচনের পথ প্রশস্ত হবে।‘
বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।
