বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

দেড়শোর বেশি ডিগ্রিধারী অধ্যাপক ভিএন পার্থিবন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:০৫, ২৬ অক্টোবর ২০২৫

দেড়শোর বেশি ডিগ্রিধারী অধ্যাপক ভিএন পার্থিবন

ভারতের চেন্নাইয়ের অধ্যাপক ভিএন পার্থিবন গত তিন দশকে অর্জন করেছেন দেড়শোরও বেশি একাডেমিক ডিগ্রি। তবে এখানেই তিনি থেমে নেই—তার পরবর্তী লক্ষ্য ২০০ ডিগ্রি অর্জন! বর্তমানে তিনি চেন্নাইয়ের একটি কলেজের সহকারী অধ্যাপক ও বাণিজ্য বিভাগের প্রধান।

অধ্যাপক পার্থিবন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, রেকর্ড বুকে নাম তোলাই তার উদ্দেশ্য নয়। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, আর সেই নেশাই তাকে এই পথ দেখিয়েছে। এছাড়া, মাকে দেওয়া এক প্রতিশ্রুতি তাকে অনুপ্রাণিত করেছে—মাত্র একটি ডিগ্রিতে থেমে না থেকে নিরন্তর শেখার যাত্রা অব্যাহত রাখার।

৬০ বছর বয়সী এই অধ্যাপককে চেন্নাইয়ে অনেকে ‘ওয়াকিং এনসাইক্লোপিডিয়া’ বা ‘রিপোসিটরি অফ ডিগ্রিস’ নামে চেনে। চাকরির পর থেকে তিনি নিজের বেতনের প্রায় ৯০ শতাংশ ব্যয় করেন শিক্ষা, পরীক্ষা ও কোচিংয়ে। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে তিনি পড়াশোনা শুরু করেন, আর রাত সাড়ে ১১টা পর্যন্ত বই ও নোটে ডুবে থাকেন। রবিবার কাটে গবেষণা আর পরীক্ষার প্রস্তুতিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্থিবনের অর্জনের তালিকা সত্যিই অবিশ্বাস্য—কলাবিভাগে স্নাতকোত্তর ১৩টি, বাণিজ্যে ৮টি, বিজ্ঞানে ৪টি, আইনে ১৩টি, দর্শনে ১২টি, এমবিএ ১৪টি, পাশাপাশি রয়েছে ২০টি প্রফেশনাল কোর্স, ১১টি সার্টিফিকেট কোর্স ও ৯টি পিজি ডিপ্লোমা। এর বাইরে আরও অনেক বিষয়ে ডিগ্রি তার ঝুলিতে।

জীবনের শেষ দিন পর্যন্ত শেখার এই অদম্য তৃষ্ণাকেই তিনি নিজের “সবচেয়ে বড় অর্জন” বলে মনে করেন। তার ভাষায়—“যত বেশি শিখি, তত বেশি বুঝি কত কিছুই এখনো জানা হয়নি।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট