শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

পোপের কাছ থেকে নতুন উপাধি পেলেন রাজা চার্লস ও রানি কামিলা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:০৩, ২৩ অক্টোবর ২০২৫

পোপের কাছ থেকে নতুন উপাধি পেলেন রাজা চার্লস ও রানি কামিলা

ইংল্যান্ডের রাজা চার্লস, ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে পোপ লিও ও এবং রানী ক্যামিলা। ছবি : রয়টার্স

রাজা চার্লস ও রানি কামিলাকে পোপের পক্ষ থেকে বিশেষ উপাধিতে ভূষিত করা হয়েছে আজ বৃহস্পতিবার। সিস্টিন চ্যাপেলে আজ বিকেলের সফরের পর পোপ লিও এই উপাধি দিয়েছেন বলে  দ্য টেলিগ্রাফ জানিয়েছে।  

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তটি ঐতিহাসিকও বটে, কারণ আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের চার্চের প্রধান একজন রাজা ও রোমান ক্যাথলিক চার্চের পোপ একসঙ্গে প্রকাশ্যে প্রার্থনা করেছেন।

রাজা চার্লসের নতুন উপাধি

রাজা চার্লসকে ‘রয়্যাল কনফ্রাটার’ উপাধি দেওয়া হয়েছে। এটি অতীতের এক ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়, যখন ইংরেজ রাজারা ভ্যাটিকানের সেন্ট পলস ব্যাসিলিকা-তে সেন্ট পলের সমাধির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতেন।

এর প্রতিদানে রাজা চার্লসের অনুমোদনে পোপকেও ডিন ও ক্যাননস অফ দ্য কলেজ অব সেন্ট জর্জ উইন্ডসর–এর মাধ্যমে ‘পেইপাল কনফ্রাটার’  উপাধি প্রদান করা হয়েছে।

রানী কামিলার সম্মাননা

রানি কামিলাকেও নিজস্ব একটি সম্মানজনক উপাধি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি “ডেম গ্র্যান্ড ক্রস” নামে পরিচিত হবেন। অপরদিকে রাজা চার্লসকে দেওয়া হয়েছে “নাইট গ্র্যান্ড ক্রস উইথ কলার অব দ্য ভ্যাটিকান অর্ডার অব পোপ পাইয়াস নবম” (Knight Grand Cross with Collar of the Vatican Order of Pope Pius IX) উপাধি।

এই সম্মাননা শুধু ধর্মীয় সম্পর্কের প্রতীকই নয়, বরং পাঁচ শতাব্দী পর দুই খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্যের নতুন অধ্যায়ও সূচিত করল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন