বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

ল্যুভরে চুরি

নেপোলিয়নের স্ত্রীর গয়না ও ইউজেনির মুকুট উধাও, ক্ষতি ১২৪৭ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৩৩, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৩, ২২ অক্টোবর ২০২৫

নেপোলিয়নের স্ত্রীর গয়না ও ইউজেনির মুকুট উধাও, ক্ষতি ১২৪৭ কোটি টাকা

ল্যুভর মিউজিয়ামে চুরি। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ল্যুভর মিউজিয়ামে চুরি হয়েছে বিপুল মূল্যের ঐতিহাসিক গয়না। কর্তৃপক্ষ জানিয়েছে, খোয়া যাওয়া গয়নাগুলোর মোট মূল্য প্রায় ৮৮ মিলিয়ন ইউরো—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা।

ঘটনাটি ঘটে রবিবার সকালে, জাদুঘর খোলার পরপরই। মাত্র সাত মিনিটেরও কম সময়ে চোরেরা ‘গ্যালারি ডি’অ্যাপোলোঁ’-তে ঢুকে এই দুর্ধর্ষ লুট চালায়। ফ্রান্সের পাবলিক প্রসিকিউটর লর বেকুউ জানিয়েছেন, অর্থের দিক থেকে নয়, বরং দেশের ঐতিহ্যগত ক্ষতিই সবচেয়ে বড়।

কী কী হারাল ল্যুভর?
চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে—
নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেওয়া হীরা ও পান্নার নেকলেস
সম্রাজ্ঞী ইউজেনির মুকুট ও টায়রা
রানি মেরি-অমেলির সংগ্রহের কয়েকটি গয়না

পালানোর সময় চোরেরা তাড়াহুড়োয় ইউজেনির একটি মুকুট ফেলে যায়।

চারজন মুখোশধারী দুর্বৃত্ত একটি যান্ত্রিক লিফটসহ ট্রাক ব্যবহার করে সেইন নদীর তীরঘেঁষা গ্যালারিতে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন ব্যাটারিচালিত ডিস্ক কাটার দিয়ে কাঁচের জানালা কেটে ভেতরে ঢোকে। এরপর তারা রক্ষীদের হুমকি দিয়ে দর্শনার্থীদের সরিয়ে নেয় এবং মুহূর্তেই গয়নাগুলো লুট করে পালায়।

প্রসিকিউটর বেকুউ আশাবাদ ব্যক্ত করেছেন, গয়নার আনুমানিক মূল্য প্রকাশ করলে চোরেরা তা ধ্বংস বা গলিয়ে ফেলার আগে ভাববে। তিনি সতর্ক করে দেন—গহনা গলিয়ে ফেললে চোরেরা এর সম্পূর্ণ মূল্য কখনোই পাবে না।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ঐতিহাসিক সেই রত্নগুলো হয়তো ইতিমধ্যে ভেঙে বা গলিয়ে ফেলা হয়েছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ ইউরো = ১৪১ টাকা ৭৭ পয়সা ধরে হিসাব করা হয়েছে)

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি