শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

আমিরাতের স্কুলে চার দিনের দীপাবলি ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০:৫৩, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

আমিরাতের স্কুলে চার দিনের দীপাবলি ছুটি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় প্রবাসীরা যখন আলোয় ভরা উৎসব দীপাবলির প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই ভারতীয় পাঠ্যক্রমভিত্তিক স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য সুখবর জানিয়েছে—দেওয়া হয়েছে টানা চার দিনের দীপাবলি ছুটি।

অনেক স্কুলেই শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ছুটি, চলবে সোমবার (২০ অক্টোবর) পর্যন্ত। আবার কিছু প্রতিষ্ঠান শনিবার থেকে ছুটি শুরু করে বুধবার (২২ অক্টোবর) পুনরায় খুলবে। এতে শিক্ষার্থীরা পাবে লম্বা সপ্তাহান্ত, যা পরিবার-পরিজনের সঙ্গে উৎসবমুখর সময় কাটানোর সুযোগ এনে দেবে।

দুবাইয়ের আওয়ার ওন ইন্ডিয়ান স্কুল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে—“পুরো ওআইএস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। স্কুল শুক্রবার, ১৭ অক্টোবর ও সোমবার, ২০ অক্টোবর বন্ধ থাকবে। মঙ্গলবার, ২১ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।”

এছাড়াও বিভিন্ন শিক্ষা গোষ্ঠীর আওতাধীন আরও অনেক ভারতীয় স্কুল একইভাবে ছুটির ঘোষণা দিয়েছে, যাতে প্রবাসী ভারতীয়দের উৎসব উদ্‌যাপন আরও সহজ হয়।

দীপাবলি বা দিওয়ালি ভারতীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আলো, ঐক্য ও শুভ শক্তির প্রতীক হিসেবে পালিত হয়। সংযুক্ত আরব আমিরাতজুড়ে প্রবাসীরা উৎসব উদযাপন করেন মিষ্টান্ন, প্রদীপ জ্বালানো ও পারিবারিক আয়োজনের মাধ্যমে।

দুবাইয়ের উডলেম পার্ক স্কুল -এর ভাইস প্রিন্সিপাল (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স) জোসেফ সেবাস্টিয়ান বলেন,“আমাদের স্কুলে ২০ অক্টোবর (সোমবার) ছুটি থাকবে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর শুক্রবার ‘এথনিক ওয়্যার ডে’-তে ঐতিহ্যবাহী পোশাকে আসবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষকরা একসঙ্গে স্বাস্থ্য ও আনন্দঘন এক বিকেল কাটাবেন, যেখানে বিশেষ মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।”

ক্রেডেন্স হাই স্কুলের সিইও ও প্রিন্সিপাল দীপিকা ঠাপার সিং জানান,“আমাদের স্কুলে মধ্যবর্তী ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। এ তারিখগুলো বছরের শুরুতেই অভিভাবকদের জানানো হয়েছিল, যাতে তাঁরা পারিবারিক ভ্রমণ ও উৎসব পরিকল্পনা করতে পারেন।”

স্কুলগুলো দীপাবলির বার্তা—আলো, কৃতজ্ঞতা ও ঐক্যের—চেতনায় ছোট-বড় সব শিক্ষার্থীকে যুক্ত করছে। উৎসবের আগে ক্যাম্পাসে সাজসজ্জা, কার্ড তৈরির কার্যক্রম ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

দীপিকা সিং আরও জানান,“শুক্রবার প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর পোশাকে আসবে, আর সিনিয়র শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে মিলে স্কুলের লবি সাজাবে। আমরা বিশ্বাস করি, প্রতিটি উৎসব মানবতার এক যৌথ উদ্‌যাপন—শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধ স্মরণ করার সময়।”

আবুধাবির সাইনিং স্টার ইন্টারন্যাশনাল স্কুলের  প্রিন্সিপাল অভিলাষা সিং বলেন,“আমাদের স্কুলে ২১ ও ২২ অক্টোবর দীপাবলি উপলক্ষে ছুটি থাকবে, ক্লাস শুরু হবে ২৩ অক্টোবর থেকে। এছাড়া শিক্ষক-কর্মীদের জন্য ছুটির পর এক সাদামাটা কিন্তু সুন্দর মিলনমেলা হবে। শিক্ষার্থীরা বিশেষ প্রার্থনা সভা ও কার্ড তৈরির মাধ্যমে উৎসব উদ্‌যাপন করবে।”

উৎসবকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভারতীয় প্রবাসী সম্প্রদায়ে চলছে আলো, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এক মহোৎসব।

সূত্র : খালিজ টাইমস

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন