বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২১ কার্তিক ১৪৩২

পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসকের দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:২৮, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৯, ৫ নভেম্বর ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসকের দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

ছবি: সমাজকাল

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের মাধ্যমে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই পাঁচ ব্যাংকে আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ ও পরিচালন কাঠামো সংস্কারের জন্য অস্থায়ী প্রশাসন গঠন করা হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

প্রশাসক নিয়োগ তালিকা

এক্সিম ব্যাংক: নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম
সোশ্যাল ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার
গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালক মো. মোকসুদুজ্জামান
ইউনিয়ন ব্যাংক: পরিচালক মোহাম্মদ আবুল হাসেম

প্রতিটি প্রশাসক দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত ও যুগ্ম পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা যুক্ত হয়েছেন। তারা ব্যাংকের মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, ফাইন্যান্স, অপারেশন ও অডিট বিভাগে সমন্বয় করবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক
প্রশাসক সালাহ উদ্দিনের নেতৃত্বে রয়েছেন ড. মোহাম্মদ বজলুল করিম, মো. রাশেদুল ইসলাম, রওশন আখতার, আবদুল আতী ও ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক দলের সদস্যরা।

ইউনিয়ন ব্যাংক
প্রশাসক আবুল হাসেমের সঙ্গে আছেন মো. আল-মেহেদী হাসান (ইন্টারনাল অডিট), কাজী আব্দুল মান্নান (টাকা মিউজিয়াম), মো. তারিকুল ইসলাম  ও সাগর হোসেন ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
বদিউজ্জামান দিদারের সঙ্গে থাকবেন মোহাম্মদ আনসারুল কবির , মোহাম্মদ ফয়সাল খান (ইসলামিক ব্যাংকিং বিভাগ), মো. ওমর ফারুক  এবং বিশ্বজিৎ কুমার দে (সাইবার সিকিউরিটি ইউনিট)।

গ্লোবাল ইসলামী ব্যাংক
মোকসুদুজ্জামানের টিমে রয়েছেন মোহাম্মদ শাহজাহান , মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (FEPD), মো. শরিফুল ইসলাম (PSD) ও মো. কাউসার পাঠান ।

এক্সিম ব্যাংক
শওকাতুল আলমের সঙ্গে থাকছেন শেখ আহমেদ জামি , মো. রইসুল ইসলাম , মো. আব্দুল আউয়াল চৌধুরী  এবং মাসুমা বেগম ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন,‘ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রশাসনিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।’
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ শুরু, একটি টিকিটে আরেকটি ফ্রি!
ইয়ামাল রিয়ালে খেলার অযোগ্য
বিপাকে সালমান, খেলেন বিজেপি নেতার নোটিশ
সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান
অস্ত্র চুরির বিষয়টি তদন্তাধীন, রিপোর্ট পেলে বলা যাবে: স্বরাষ্ট্র সচিব
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
‘দেশের সংকটে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো’: নাসীরুদ্দীন
পাঁচ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগ : গভর্নর
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
গণসংযোগকালে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ
সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম খান
ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণের সুপারিশ
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া
যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ