শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

নেতানিয়াহুর প্রবেশ নিষিদ্ধ করল স্লোভেনিয়া

আইসিসি পরোয়ানার প্রভাব, অস্ত্র নিষেধাজ্ঞাও বহাল

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৭:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আইসিসি পরোয়ানার প্রভাব, অস্ত্র নিষেধাজ্ঞাও বহাল

ইউরোপের প্রায় ২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়া আবারও কঠোর অবস্থান নিল ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর স্লোভেনিয়ায় প্রবেশ করতে পারবেন না।
এর আগে দেশটির সরকার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ-এর ওপরও একই নিষেধাজ্ঞা জারি করেছিল। পাশাপাশি, ইসরায়েলের প্রতি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে তারা।
স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নেভা গ্রাসিচ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসটিএকে নিশ্চিত করেছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আইসিসি–র রায়কে সম্মান করার নীতির অংশ। তার ভাষায়— “আন্তর্জাতিক আদালত দ্বারা বাধ্য সকল দেশের উচিত অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের অবৈধ উপস্থিতিকে স্বীকৃতি না দেওয়া এবং সেই পরিস্থিতি বজায় রাখতে কোনো সহায়তা না করা।”
গত বছর স্লোভেনিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানেরও কড়া সমালোচনা করেছে। ফলে, নেতানিয়াহুর বিরুদ্ধে এই পদক্ষেপ তাদের নীতির ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।
সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)–এ স্লোভেনিয়া জানায়, “এই সিদ্ধান্ত ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেয় যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালতের রায় ও আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মানার প্রত্যাশা করে।”
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ছোট হলেও নীতিগতভাবে দৃঢ় দেশ হিসেবে স্লোভেনিয়ার এই অবস্থান ইসরায়েলবিরোধী আন্তর্জাতিক আইনি চাপে নতুন মাত্রা যোগ করবে। বিশেষত আইসিসি–র পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে অন্য সদস্যরাষ্ট্রগুলোকেও সক্রিয় হওয়ার বার্তা দিল এই সিদ্ধান্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন