ইটনায় বিনা খরচে প্রশিক্ষণ শেষে ২৫ নারীর পেলেন সেলাই মেশিন
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৫:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে বিনা খরচে সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেছে দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে)। বৃহস্পতিবার রায়টুটী ইউনিয়নের রাজি গ্রামে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে এ মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে কিশোরগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী শহীদুজ্জামান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন রায়টুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কী।
প্রকল্প সূত্রে জানা গেছে, পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এর আগে রায়টুটী ইউনিয়নের আরও ৫০ জন নারীকে দু’টি ব্যাচে সেলাই প্রশিক্ষণ দিয়ে মেশিন বিতরণ করা হয়। সর্বশেষ ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় ২৪ আগস্ট এবং বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে তাদের মাঝেও সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
ডিএসকে’র উপ-পরিচালক শহীদুজ্জামান ভূঞা জানান, ২০২০ সাল থেকে ইটনা উপজেলার চৌগাংগা ও রায়টুটী এবং মিঠামইন উপজেলার ঢাকী ও বৈরাটি ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ’র অর্থায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১০টি ব্যাচে মোট ২৫০ জন নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “জীবিকায়ন কার্যক্রমের মাধ্যমে ডিএসকে’র উপকারভোগী নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন করে তাদের পারিবারিক আয় বৃদ্ধিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ উদ্যোগ স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।