আড়িয়াল খাঁ নদ ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
ভাঙনের আতঙ্কে বিদ্যালয়-মসজিদও ঝুঁকিতে
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

“মোগো এক সময় সবই ছিল, এখন মোরা পথের ভিখারি হয়ে গেছি”—এভাবেই ভাঙন কবলিত ময়না বেগমের হাহাকার মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় আড়িয়াল খাঁ নদ তীরে ঘুরে বেড়ানো শতাধিক পরিবারকে প্রতিনিধিত্ব করে। কয়েক মাসের ব্যবধানে নদীর গর্ভে হারিয়ে গেছে কৃষিজমি, বসতভিটা, এমনকি স্বজনদের কবর পর্যন্ত।
সিডিখানের নতুন চরদৌলত খাঁ গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদ গত তিন মাসে ভয়ংকর রূপ নিয়েছে। একের পর এক ভাঙনে গ্রামটির কালাম খাঁ, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাহজাহান বেপারী, মাসুদ বেপারী, রিপন বেপারী, শেফালীসহ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। ঘরবাড়ি-জমি হারিয়ে অনেকেই এখন অস্থায়ীভাবে অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন।
ভাঙনের হুমকিতে এখন শুধু বাড়িঘর নয়, গ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিও। স্থানীয়রা জানান, নতুন চরদৌলত খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানবাড়ি মাদ্রাসা, ৪৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদসহ একাধিক প্রতিষ্ঠান যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে এলাকার শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম চরম হুমকির মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসী সম্প্রতি নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করেন। তাদের দাবি, আড়িয়াল খাঁ নদ ভাঙন ঠেকাতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। স্থানীয় বাসিন্দা নেয়ামুল কাজী জানান, “প্রশাসনকে বারবার বলেছি, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা হয়নি।”
এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের জানান, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হবে।”