সেলিম আল দীনের পদক ফেরত দিতে নোটিশ
নাসির উদ্দিন ইউসুফসহ ৪ জনকে আইনি পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দেশবরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীন–এর অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পান্ডুলিপি ও ব্যবহার্য সামগ্রী সংরক্ষণের লক্ষ্যে ফেনীর সেলিম আল দীন জাদুঘরে জমা দেওয়ার জন্য চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন সেলিম আল দীনের ভাতিজা ও সেলিম আল দীন কেন্দ্র, ফেনীর সহসভাপতি সালাহ উদ্দিন শুভ্র।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বৃহস্পতিবার ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশপ্রাপ্তরা হলেন:নাট্যপরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম, নাসরিন সুলতানা বিলকিস।
অভিযোগ করা হয়েছে, তারা প্রয়াত সেলিম আল দীনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তার পদক, পুরস্কার, নাটকের পান্ডুলিপি ও ব্যবহার্য সামগ্রী বেআইনিভাবে নিজেদের কাছে রেখেছেন।
নোটিশে বলা হয়েছে—সেলিম আল দীন বাংলা নাট্যজগতের ‘নাট্যাচার্য’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা।তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন।তার পদক, পুরস্কার ও ব্যক্তিগত দ্রব্য জাতীয় সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে গণ্য।
সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব এসব ঐতিহ্য সংরক্ষণ করা। কিন্তু অভিযুক্তরা এগুলো নিজেদের কাছে রেখে সংরক্ষণের অভাব ও প্রদর্শনীর অযোগ্যতার কারণে নষ্ট হতে দিচ্ছেন, ফলে ভক্ত ও গবেষকরা বঞ্চিত হচ্ছেন।
ফেনীতে প্রতিষ্ঠিত সেলিম আল দীন কেন্দ্র ও এর অন্তর্গত সেলিম আল দীন মিউজিয়াম ২০০৯ সাল থেকে সচল। দেশে-বিদেশে অসংখ্য ভক্ত, অনুরাগী ও গবেষক এখানে যাতায়াত করলেও সেলিম আল দীনের মূল্যবান সামগ্রী প্রদর্শিত হচ্ছে না—যা দর্শক ও অনুসারীদের কাছে হতাশাজনক।
অভিযোগ নাসির উদ্দিন ইউসুফের বিরুদ্ধে নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে—নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পূর্বতন সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি ছিলেন।তিনি এসব সামগ্রী ফেরত দেওয়ার দাবি এড়িয়ে চলেছেন এবং ভাতিজাকে অপমান করেছেন।উত্তরাধিকার সূত্রে সালাহ উদ্দিন শুভ্রই এসব পদক ও সামগ্রী গ্রহণ ও সংরক্ষণের অধিকারী।
নোটিশে ১৫ দিনের মধ্যে সমস্ত সামগ্রী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া, বিষয়টি অবগতির জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের কপি পাঠানো হয়েছে।
সেলিম আল দীনের পদক, পান্ডুলিপি ও ব্যবহার্য সামগ্রী নিয়ে এই বিরোধ কেবল আইনি লড়াই নয়, বরং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্ন। এখন সবার নজর আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে।