মতবিনিময়ে এটিইউ প্রধান
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের জঙ্গি সংশ্লিষ্টতা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে এটিইউ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।
এটিইউ প্রধান বলেন, “প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা সবাই শ্রমিক শ্রেণির মানুষ। আমরা জেনেছি, কেউই জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিল না। বরং তারা ভেবেছিল, অসহায় মানুষদের সহযোগিতা করতে হবে। মালয়েশিয়া সরকারও বিষয়টি ক্লিয়ার করে দিয়েছে।”
তিনি আরও জানান, তবে এর পেছনে অন্য কোনো প্রভাবক আছে কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই—বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি আসায় এটিইউ’র প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, “আগামীতে কেউ করবে না—এর নিশ্চয়তা কি আমরা কেউ দিতে পারি? সে ক্ষেত্রে আমাদের থেমে থাকার সুযোগ নেই। বরং আরো সিরিয়াসলি কাজ করতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “একটি মাত্র সন্ত্রাসী ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”
২০০৫ সালের সিরিজ বোমা হামলার উদাহরণ টেনে এটিইউ প্রধান বলেন, স্বল্পশিক্ষিত ও বিভ্রান্ত মানুষ কীভাবে ভুল আদর্শে উদ্বুদ্ধ হতে পারে, তা তখনই স্পষ্ট হয়েছিল।
রেজাউল করিম আরও বলেন, “সব ধর্মই শান্তির শিক্ষা দেয়, কোনো ধর্মই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।” তাই ধর্মকে অপব্যবহারকারীদের চিহ্নিত করতে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।