বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

ভিক্টোরিয়া বেকহ্যামকে কীভাবে বিস্মিত করেছিলেন জেরি হর্নার 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:১৯, ২৩ অক্টোবর ২০২৫

ভিক্টোরিয়া বেকহ্যামকে কীভাবে বিস্মিত করেছিলেন জেরি হর্নার 

ভিক্টোরিয়া বেকহ্যাম জানিয়েছেন, ১৯৯৮ সালে জেরি হর্নার যখন স্পাইস গার্লস ছেড়ে যান, তখন তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। ভিক্টোরিয়া জানান, ১৯৯৯ সালে ছেলে ব্রুকলিনের জন্মের পর তিনিও ব্যান্ড থেকে সরে দাঁড়ান।
সম্প্রতি কল হার ড্যাডি পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,“সে (জেরি) হঠাৎ করেই চলে যায়। আজ সকালে (সম্প্রতি) অন্য এক বিষয়ে জেরির সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তখনও আমরা এটা নিয়ে হাসাহাসি করেছি। সে হঠাৎ করেই চলে গেল, আর আমরা কিছুই জানতাম না—সে শুধু হাজিরই হলো না। এখন আমরা হাসতে পারি, কিন্তু তখন আমরা অবাক হয়ে বলেছিলাম, ‘ঠিক আছে!’”
৫১ বছর বয়সী এই ফ্যাশন ডিজাইনার ও সাবেক পপ তারকা ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে চার্ট-শীর্ষস্থানীয় এই গার্ল ব্যান্ডের মাধ্যমে তারকা খ্যাতি পান। 
তিনি স্মৃতিচারণ করে বলেন,“আমি ডেভিডের (বেকহ্যাম) সঙ্গে পরিচিত হই যখন আমার বয়স ২২। ২৪ বছর বয়সে আমি গর্ভবতী হই। গর্ভবতী অবস্থাতেই আমি ট্যুরে যাই। মনে আছে, আগস্ট মাসে মায়ামিতে ছিলাম, প্রচণ্ড গরমে পিভিসি ক্যাটস্যুট পরে পারফর্ম করছিলাম। পাশে একটা বালতি রাখা ছিল, বারবার মঞ্চ থেকে দৌড়ে যেতে হতো—ভয়ানক মর্নিং সিকনেস হচ্ছিল। ব্রুকলিনকে গর্ভে ধারণ করার সময় আমি ভীষণ অসুস্থ ছিলাম।”
তিনি আরও বলেন,“আমি ট্যুর ম্যানেজারকে বলেছিলাম, আমি আর পারছি না। কিন্তু সে বলেছিল, ‘তোমাকে করতে হবে, এখনো ১০৩টা শো বাকি।’সব শো শেষ হওয়ার পরই আমি ব্রুকলিনের জন্ম দিই।”
তবে সন্তান জন্মের পর জীবনযাত্রার হঠাৎ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তার কষ্ট হয়েছিল।
ভিক্টোরিয়া বলেন,“আমি ম্যানচেস্টারে চলে যাই, তখন ডেভিড খেলছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। জীবনটা পুরো বদলে গেল। ডেভিডের সঙ্গে থাকতে পেরে, সন্তান পেয়ে আমি খুশি ছিলাম, কিন্তু একই সঙ্গে কিছুটা হারিয়ে গিয়েছিলামও। পৃথিবী ঘুরে বেড়ানো, মঞ্চে প্রিয় বন্ধুদের সঙ্গে পারফর্ম করা থেকে হঠাৎ এক ফ্ল্যাটে শিশুকে নিয়ে থাকা—এটা খুব কঠিন ছিল।” ভিক্টোরিয়া বেকহ্যাম জানিয়েছেন, জেরি হর্নারের আকস্মিক বিদায় তাকে বিস্মিত করেছিল। নিজের মাতৃত্ব, ব্রুকলিনের জন্ম, ও সংগীতজীবন থেকে বিদায় নেওয়ার গল্পও শেয়ার করেছেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন