বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত মিলিশিয়া প্রধানসহ ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:২১, ২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত মিলিশিয়া প্রধানসহ ৬ জন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক মিলিশিয়া নেতাসহ ছয়জন নিহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালিয়ে তাদের হত্যা করে, এরপর গাড়িটিতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেন বলে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এএফপিকে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই এই প্রদেশে সহিংসতা বেড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, “হামলাকারীরা ভীতির পরিবেশ তৈরির জন্য গাড়িটিকে পুড়িয়ে দেয়। এতে নিহত ছয়জনের দেহ সম্পূর্ণ পুড়ে যায়।”

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে কর্মকর্তার দাবি, পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই মিলিশিয়া নেতার কাছ থেকে চাঁদা দাবি করেছিল। তিনি তা দিতে অস্বীকার করায় প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের তালেবান প্রশাসন টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকে তারা সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ৯ অক্টোবর কাবুলে এক বিস্ফোরণে দুই পক্ষের বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সীমান্ত বন্ধ রয়েছে।

আফগান তালেবান সরকার ওই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে সীমান্ত বরাবর পাল্টা সামরিক অভিযান শুরু করে।

এক সপ্তাহ হলো কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত কার্যকর ছিল। শনিবার তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন