বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার শেষ হচ্ছে নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫০, ২২ অক্টোবর ২০২৫

বৃহস্পতিবার শেষ হচ্ছে নারী উদ্যোক্তা মেলা

রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া লাইসিয়াম কনফারেন্স সেন্টারে ওয়ান স্টপ ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চার দিনের নারী উদ্যোক্তা মেলা ‘বিগ সেল’। আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হবে এই বর্ণিল মেলা।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শিল্প ও পণ্যের প্রচার, প্রসার ও বিক্রয়ের উদ্দেশ্যে আয়োজিত এই মেলায় ৪৮টি স্টলে অংশ নিয়েছেন ৪৮ জন উদ্যোক্তা, যাদের বেশিরভাগই নারী। মেলায় হস্তশিল্প, শিশুদের পোশাক, ঐতিহ্যবাহী শাড়ি, মানসম্মত প্লাস্টিক পণ্য, রেডিমেড পোশাক, ব্যাগ, ঘড়ি, চুড়ি, কসমেটিকস, জুয়েলারি, বোরকা, আবায়া, হিজাব, হোম ডেকোর, অর্গানিক ও হোমমেড ফুডসহ নানান পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

মেলাটি ২০ থেকে ২৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা পণ্য কিনলেই অংশ নিতে পারছেন র‍্যাফেল ড্র-তে, যেখানে রয়েছে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।

মেলার আয়োজক ওয়ান স্টপ ইভেন্টের সাদিয়া খান বলেন, ‘আমি নিজেও একজন উদ্যোক্তা। তাই উদ্যোক্তাদের সমস্যা-সংকট খুব ভালোভাবে বুঝতে পারি। সেই কারণেই গত আট বছর ধরে এমন মেলার আয়োজন করে আসছি। আমরা অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমের উদ্যোক্তাদের একত্রিত করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেলার বড় অংশ জুড়ে থাকেন নারী উদ্যোক্তারা, যারা সংসার ও সন্তান সামলে নিজেদের পরিচয় গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন। তারা আজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

মেলাটি নারী উদ্যোক্তাদের জন্য শুধু বিক্রয়মুখী প্ল্যাটফর্ম নয়, বরং পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও করে দিচ্ছে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি