বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিলেন বেনী আমিন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:৪৩, ২১ অক্টোবর ২০২৫

ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিলেন বেনী আমিন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ব্যাংকার ও আন্তর্জাতিক অডিট বিশেষজ্ঞ বেনী আমিন। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বেনী আমিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রায় দুই দশক ধরে ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড, ফাইন্যান্স ও অভ্যন্তরীণ নিরীক্ষা খাতে সফলতার সঙ্গে কাজ করেছেন।

বেনী আমিন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (ACCA, UK)-এর ফেলো সদস্য, সার্টিফাইড ইন্টারনাল অডিটর (CIA, USA) এবং সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট (CAMS) হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত।

২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে নেতৃত্ব দেন এবং এর জন্য পান GIA Star Award 2021।

এছাড়াও, ২০১৯-২০ সালে তিনি গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমের অতিথি সদস্য ছিলেন এবং ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে একাধিক আন্তর্জাতিক অডিট প্রকল্পে কাজ করেছেন।

পেশাজীবনের শুরুতে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) এবং এইচএসবিসি ব্যাংকে (হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন) ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রিধারী এই পেশাজীবী তাঁর কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের সক্ষমতা এবং বহুজাতিক কর্মপরিবেশে দক্ষতার জন্য প্রশংসিত।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন