দেশে একমাত্র মুনাফাকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৮, ২১ অক্টোবর ২০২৫

দেশে ব্যাংকের সংখ্যা দিন দিন বাড়লেও প্রকৃত অর্থে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে কেবল একটি—বাংলাদেশ ব্যাংক। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
মঙ্গলবার (২১ অক্টোবর) গুলশানের একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেনডেন্স’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘দেশে ব্যাঙের ছাতার মতো ব্যাংক গজিয়েছে, রাস্তায় রাস্তায় ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক মুনাফা করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘এতগুলো ব্যাংক কোনো বাস্তব প্রয়োজন বা অর্থনৈতিক যৌক্তিকতার ভিত্তিতে গড়ে ওঠেনি। বরং রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠিত হয়েছে এসব ব্যাংক। ফলে ব্যাংকখাতে কস্ট অব ফান্ড বেড়ে গেছে। পরিস্থিতি বদলে গেলে এক শ্রেণির লোক পালিয়ে যাচ্ছে, আর সেই বাড়তি খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের মতো শিল্প উদ্যোক্তাদের ওপর।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক এখনও যথাযথ স্বাধীনতা ভোগ করছে না। এর প্রধান কারণ হচ্ছে—ব্যাংক কোম্পানি আইনের সীমাবদ্ধতা এবং সেই আইনের প্রয়োগে ব্যর্থতা।
তিনি বলেন, ‘আইনের দুর্বল প্রয়োগের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা আর্থিকখাতের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।’
ড. আশিকুর রহমান আরও বলেন, সরকারের হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের পরিচালনাকে জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর সরকারের নিয়ন্ত্রণ ব্যাংকের স্বকীয়তাকে ক্ষুণ্ণ করছে। কেন্দ্রীয় ব্যাংককে সত্যিকারের স্বাধীন করতে হলে এই নিয়ন্ত্রণ সরকারের হাত থেকে ছাড়তে হবে।’