সালমান খানের দাবি, রণবীর-সোনমকে সহকারী হিসেবে দেখতেন বানশালি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:২৬, ৯ নভেম্বর ২০২৫
বলিউড ভাইজান সালমান খান। ছবি: ইনিস্টাগ্রম
বলিউডে সঞ্জয় লীলা বানশালির চলচ্চিত্র মানেই জৌলুস, শিল্প আর কঠোর শৃঙ্খলার মিশেল। তবে তার সেই কঠোরতার অভিজ্ঞতা এবার শেয়ার করলেন সালমান খান। ২০০৭ সালে বানশালির মুক্তিপ্রাপ্ত ‘সাওয়ারিয়া’ ছবির ১৮ বছর পূর্তিতে সালমান খান জানালেন, সিনেমাটির শুটিং চলাকালে নবাগত রণবীর কাপুর ও সোনম কাপুরকে নাকি বানশালি “সহকারী” হিসেবে ব্যবহার করতেন!
একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিওতে সালমান বলেন,“রণবীর ঋষি কাপুরের ছেলে আর সোনম অনিল কাপুরের মেয়ে হলেও বানশালি ওদের একদম অ্যাসিস্ট্যান্টের মতোই ট্রিট করতেন। শৃঙ্খলা শেখাতে ওদের দিয়ে অনেক কিছু করাতেন।”
উল্লেখযোগ্যভাবে, *‘সাওয়ারিয়া’*র আগে রণবীর ও সোনম বানশালির ‘ব্ল্যাক’ (২০০৫) ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে রণবীর রাজ মালহোত্রার ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। তার বিপরীতে সাকিনা খানের চরিত্রে ছিলেন সোনম কাপুর। গল্পে দেখা যায়, স্বপ্নবাজ তরুণ রণবীর রাজ এক ছোট্ট রহস্যময় শহরে এসে সাকিনার প্রেমে পড়ে, যে নিজের হারানো ভালোবাসা ইমান (সালমান খান)-এর প্রতীক্ষায় দিন গুনছে।
রণবীরের আশাবাদ আর ভালোবাসা সাকিনার মুখে হাসি আনতে চাইলেও, তার হৃদয় পড়ে থাকে ইমানের জন্য—যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল এক নির্দিষ্ট রাতে।
ছবিতে আরও অভিনয় করেছেন রানী মুখার্জি (গুলাবজি), জোহরা সেহগাল (লিলিয়ান), বেগম পাড়া (নাবিলা) ও নাসিবান। চমৎকার সেট, সঞ্জয় লীলা বানশালির ঐতিহ্যবাহী ভিজুয়াল স্টাইল ও সুরেলা সঙ্গীত সত্ত্বেও ‘সাওয়ারিয়া’ বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।
তবে আজও এই চলচ্চিত্র বলিউডপ্রেমীদের কাছে রণবীর-সোনমের রোমান্টিক আত্মপ্রকাশের প্রতীক হিসেবে স্মরণীয়।
