রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬:৩২, ৭ অক্টোবর ২০২৫

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের উত্তরসূরি নিয়ে চলমান আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন টারনাস। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, টারনাসই হতে পারেন অ্যাপলের পরবর্তী পূর্ণকালীন প্রধান নির্বাহী।

২৪ বছরের অভিজ্ঞ জন টারনাস
জন টারনাস গত ২৪ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। বর্তমানে তার বয়স ৫০ বছর—অর্থাৎ দায়িত্ব পেলে তিনি কমপক্ষে আরও এক দশক অ্যাপলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ঠিক যেমন টিম কুকও ৫০ বছর বয়সে সিইও হয়েছিলেন।
গুরম্যান জানান, টারনাস কেবল হার্ডওয়্যারের নয়, বরং অ্যাপলের নতুন পণ্যের কৌশল ও বৈশিষ্ট্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি টিম কুকের আস্থাভাজন এবং অ্যাপল অনুরাগীদের কাছেও পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।

প্রভাবশালী সিদ্ধান্তে নেতৃত্ব
তার নেতৃত্বে আইফোন সিরিজে এসেছে বড় পরিবর্তন। আইফোন এয়ার বাজারে আনার উদ্যোগে টারনাসের ভূমিকা ছিল নেতৃত্বমূলক।
গত ১৯ সেপ্টেম্বর লন্ডনের রিজেন্ট স্ট্রিটের অ্যাপল স্টোরে আইফোন ১৭ সিরিজের উদ্বোধনে তিনি নিজেই উপস্থিত ছিলেন এবং গ্রাহকদের স্বাগত জানান।

উত্তরসূরি নির্ধারণের পটভূমি
অ্যাপলের শীর্ষ পর্যায়ে গত কয়েক বছরে একাধিক কর্মকর্তা বিদায় নিয়েছেন।
২০১৯ সালে বিদায় নেন জনি আইভ (ডিজাইন প্রধান) এবং অ্যাঞ্জেলা অ্যারেন্ডস (খুচরা বিভাগ)। পরবর্তী দুই বছরে লুকা মাস্ত্রি (সিএফও) ও জেফ উইলিয়ামস (সিওও) পদত্যাগ করেন।
প্রথমদিকে ধারণা ছিল, কুকের পর জেফ উইলিয়ামস সিইও হবেন। কিন্তু চলতি বছরের শুরুতে অবসরের ঘোষণা দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন জন টারনাস।

বিশ্লেষকদের মতে, অ্যাপলের ভবিষ্যৎ পণ্য কৌশল, হার্ডওয়্যার উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি রোডম্যাপে জন টারনাসের উপস্থিতি ও প্রভাব ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে টিম কুকের পর অ্যাপলের পরবর্তী নেতৃত্বে তিনিই সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা