বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬:৩২, ৭ অক্টোবর ২০২৫

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের উত্তরসূরি নিয়ে চলমান আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন টারনাস। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, টারনাসই হতে পারেন অ্যাপলের পরবর্তী পূর্ণকালীন প্রধান নির্বাহী।

২৪ বছরের অভিজ্ঞ জন টারনাস
জন টারনাস গত ২৪ বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। বর্তমানে তার বয়স ৫০ বছর—অর্থাৎ দায়িত্ব পেলে তিনি কমপক্ষে আরও এক দশক অ্যাপলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ঠিক যেমন টিম কুকও ৫০ বছর বয়সে সিইও হয়েছিলেন।
গুরম্যান জানান, টারনাস কেবল হার্ডওয়্যারের নয়, বরং অ্যাপলের নতুন পণ্যের কৌশল ও বৈশিষ্ট্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি টিম কুকের আস্থাভাজন এবং অ্যাপল অনুরাগীদের কাছেও পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।

প্রভাবশালী সিদ্ধান্তে নেতৃত্ব
তার নেতৃত্বে আইফোন সিরিজে এসেছে বড় পরিবর্তন। আইফোন এয়ার বাজারে আনার উদ্যোগে টারনাসের ভূমিকা ছিল নেতৃত্বমূলক।
গত ১৯ সেপ্টেম্বর লন্ডনের রিজেন্ট স্ট্রিটের অ্যাপল স্টোরে আইফোন ১৭ সিরিজের উদ্বোধনে তিনি নিজেই উপস্থিত ছিলেন এবং গ্রাহকদের স্বাগত জানান।

উত্তরসূরি নির্ধারণের পটভূমি
অ্যাপলের শীর্ষ পর্যায়ে গত কয়েক বছরে একাধিক কর্মকর্তা বিদায় নিয়েছেন।
২০১৯ সালে বিদায় নেন জনি আইভ (ডিজাইন প্রধান) এবং অ্যাঞ্জেলা অ্যারেন্ডস (খুচরা বিভাগ)। পরবর্তী দুই বছরে লুকা মাস্ত্রি (সিএফও) ও জেফ উইলিয়ামস (সিওও) পদত্যাগ করেন।
প্রথমদিকে ধারণা ছিল, কুকের পর জেফ উইলিয়ামস সিইও হবেন। কিন্তু চলতি বছরের শুরুতে অবসরের ঘোষণা দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন জন টারনাস।

বিশ্লেষকদের মতে, অ্যাপলের ভবিষ্যৎ পণ্য কৌশল, হার্ডওয়্যার উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি রোডম্যাপে জন টারনাসের উপস্থিতি ও প্রভাব ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে টিম কুকের পর অ্যাপলের পরবর্তী নেতৃত্বে তিনিই সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু