রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাজ্যে শুরু হচ্ছে ‘এআই ওয়ারগেমস’ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৪, ৬ অক্টোবর ২০২৫

যুক্তরাজ্যে শুরু হচ্ছে ‘এআই ওয়ারগেমস’ প্রকল্প

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা রক্ষায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১ মিলিয়ন পাউন্ড মূল্যের এক বিশেষ গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেবে ইউনিভার্সিটি অব লিংকন, যার মূল উদ্দেশ্য—‘এআই ওয়ারগেমস’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যুদ্ধকৌশল অনুশীলনের মাধ্যমে সম্ভাব্য হুমকির প্রতিরোধ।


লিংকন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছে আরও ছয়টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে রয়েছে অক্সফোর্ড ও ক্যামব্রিজ। একযোগে তারা কাজ করবে সন্ত্রাসবাদ, সাইবার হামলা, অর্থনৈতিক অস্থিতিশীলতা বা পরিবেশগত সংকটের মতো জাতীয় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায়।

‘এআই ওয়ারগেমস’—নিরাপত্তা কৌশলে নতুন যুগ
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর জুলিয়ান ফ্রি জানান, এই ওয়ারগেমসের মাধ্যমে এআই ব্যবহার করে শত্রু ও মিত্রপক্ষের পদক্ষেপ বিশ্লেষণ করা হবে, যাতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়।


তিনি বলেন,“এআই আমাদের নিজের ও প্রতিপক্ষের চাল বুঝে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে—এটাই আমাদের লক্ষ্য।”
এই প্রকল্প ভবিষ্যতে যুক্তরাজ্য সরকারের সামরিক ও বেসামরিক সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখতে পারে, বিশেষ করে পুলিশ বা জরুরি সেবার ক্ষেত্রেও এর ব্যবহার হতে পারে।

শিল্প থেকে প্রতিরক্ষা—এআই এর নতুন দিগন্ত
লিংকন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর প্রধান প্রফেসর ফিওনা স্ট্রেন্স বলেন, স্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে ব্যবহৃত এআই প্রযুক্তিই এবার প্রতিরক্ষা খাতে প্রয়োগ করা হবে।
তিনি বলেন, “আমরা আমাদের শিল্পখাতে গড়ে ওঠা সক্ষমতাকে এখন প্রতিরক্ষা সমস্যার সমাধানে কাজে লাগাচ্ছি।”

স্থানীয় উদ্ভাবনে বৈশ্বিক প্রয়োগ
লিংকন বিশ্ববিদ্যালয় বর্তমানে ৮৪টি স্থানীয় এআই কোম্পানির সঙ্গে কাজ করছে, যেগুলোর অনেকগুলো প্রতিষ্ঠা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। পাশাপাশি এটি গ্রেটার লিংকনশায়ার রিজিওনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্লাস্টার এবং ডিসিশনওয়ার্কস-এর অংশ, যা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নতুন গবেষণা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।


প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিতে জাতীয় নিরাপত্তা কৌশলেও আসছে বৈপ্লবিক পরিবর্তন। এআই ওয়ারগেমস প্রকল্পটি যুক্তরাজ্যের জন্য কেবল প্রতিরক্ষা খাতে নয়, বরং গোটা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায়ও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা