হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
নাম–নম্বর গোপন রেখে চ্যাট ও কলের সুযোগ
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯:২২, ১৪ অক্টোবর ২০২৫

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তার মাত্রা আরও বাড়াতে নতুন ফিচার নিয়ে আসছে। এর নাম ‘রিজার্ভ ইউজার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে তাদের নাম ও মোবাইল নম্বর গোপন রেখে চ্যাট বা কল করতে পারবেন।
? নতুন ফিচারের মূল ধারণা
মেটা–নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপের এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইলে যুক্ত হবে ‘রিজার্ভ ইউজারনেম’ অপশন। সেটি চালু রাখলে তিনি নিজের নাম ও নম্বর আড়াল করে এক বিশেষ ইউজারনেম দিয়ে যোগাযোগ করতে পারবেন। ফলে অপরিচিত কেউ চাইলে আর সরাসরি সেই ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
বর্তমানে ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে বছরের শেষে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
? কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা
গোপনীয়তা সুরক্ষা: নাম ও নম্বর প্রকাশ না করেও সহজে যোগাযোগ করা যাবে।
স্প্যাম নিয়ন্ত্রণ: অজানা বা অননুমোদিত প্রোফাইল থেকে মেসেজ পাঠানো বন্ধ করা যাবে।
সাইবার নিরাপত্তা বৃদ্ধি: ওয়েবসাইট বা তৃতীয় পক্ষ থেকে পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
? কীভাবে ব্যবহার করবেন
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংসে গিয়ে ‘Reserve Username’ অপশন বেছে নিয়ে নিজের পছন্দের নাম নিবন্ধন করতে পারবেন। ভবিষ্যতে এই ইউজারনেম দিয়েই অন্যরা আপনাকে খুঁজে পাবে—তবে নাম বা নম্বর জানবে না।
যদিও এই পদক্ষেপ সাইবার অপরাধ ও তথ্যচুরি কিছুটা কমাবে, তবুও প্রতারণার নতুন কৌশল তৈরি হতে পারে। তাই অচেনা ইউজারনেম থেকে পাওয়া মেসেজে ব্যক্তিগত তথ্য বা অর্থনৈতিক তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রশ্ন আসতে পারে নাম এবং নম্বর গোপন করে গ্রাহক কী কী সুবিধা পাবেন ?
বলা হচ্ছে আগামীতে WWW লেখা কোনও জায়গা থেকে মেসেজ এলে হোয়াট্সঅ্যাপ তাকে নিজ থেকেই ব্লক করে দেবে। অর্থাৎ, কোনও ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থেকে আলাদা করে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপটির ভিতরে ঢোকা যাবে না। ফলে তথ্য চুরি কমবে এবং সাইবার অপরাধও কমবে।