বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অ্যান্ড্রয়েডেও আসছে ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’–সুবিধা?

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০:৫৮, ১ অক্টোবর ২০২৫

অ্যান্ড্রয়েডেও আসছে ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’–সুবিধা?

অ্যাপল গত বছর তাদের আইফোনে চালু করেছে আলোচিত ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’ ফিচার। জরুরি পরিস্থিতিতে সেবাকর্মীরা প্রয়োজনে ব্যবহারকারীর ফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। এ ধরনের সুবিধা ব্যবহারকারীর পক্ষে সংরক্ষণ করা না গেলেও, জরুরি সেবাদানকারী সংস্থা প্রমাণ হিসেবে রাখতে পারে।

এই ধারা অনুসরণ করে এবার অ্যান্ড্রয়েডেও একই ফিচার আসতে পারে বলে প্রযুক্তি মহলে জোর গুঞ্জন উঠেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে পাওয়া গেছে নতুন কিছু কোড, যেখানে উল্লেখ রয়েছে—“শেয়ার লাইভ ভিডিও” এবং “ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইয়োর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি।”

এর মানে, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও দুর্ঘটনা বা সংকটকালীন মুহূর্তে সরাসরি জরুরি সেবাদাতাদের কাছে ভিডিও পাঠাতে পারবেন। এর আগে গুগল তাদের পিক্সেল ফোনে গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ, সেফটি চেক, জরুরি সতর্কবার্তা ইত্যাদি ফিচার যুক্ত করেছিল। ফলে এবার নতুন ফিচার চালুর সম্ভাবনা প্রযুক্তি মহলে আরও দৃঢ় হয়েছে।

তবে গুগলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোনে আসবে নাকি শুধু পিক্সেল সিরিজে সীমিত থাকবে, তাও এখনো পরিষ্কার নয়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফিচারটি চালু হলে দুর্ঘটনা বা অপরাধমূলক ঘটনার মতো জরুরি মুহূর্তে তা জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু