৭০ হাজার ব্যবহারকারীর পরিচয়পত্র ফাঁস
ভয়াবহ ডেটা লিকের শিকার ডিসকর্ড
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৫:৩৪, ৯ অক্টোবর ২০২৫

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং যোগাযোগ প্ল্যাটফর্ম ডিসকর্ড জানিয়েছে, তাদের প্রায় ৭০ হাজার ব্যবহারকারীর অফিসিয়াল পরিচয়পত্রের ছবি হ্যাকারদের হাতে ফাঁস হয়ে যেতে পারে। তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে, ডিসকর্ডের মূল সার্ভার বা ডেটাবেসে সরাসরি কোনো সাইবার অনুপ্রবেশ হয়নি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, হ্যাকাররা সরাসরি ডিসকর্ডে নয়, বরং একটি তৃতীয় পক্ষের যাচাইকরণ প্রতিষ্ঠানের ওপর হামলা চালায়, যারা ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য তাদের অফিসিয়াল আইডি সংরক্ষণ করে।
ফাঁস হওয়া তথ্যে থাকতে পারে—
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য
অফিসিয়াল আইডি ছবি
আংশিক ক্রেডিট কার্ড তথ্য
ডিসকর্ড কাস্টমার সার্ভিসের সঙ্গে বিনিময় হওয়া বার্তা
তবে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, সম্পূর্ণ ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড বা প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ বার্তা ফাঁস হয়নি।
ডিসকর্ড জানিয়েছে, সব ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তদন্ত চলছে।
এছাড়া তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যাক্সেসও বাতিল করা হয়েছে।
যদিও ডিসকর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করেনি, তবে জেনডেস্ক -যা ডিসকর্ডের কাস্টমার সাপোর্ট সফটওয়্যার সরবরাহ করে—তারা জানিয়েছে, “এই ঘটনাটি জেনডেস্কের কোনো দুর্বলতা থেকে ঘটেনি।”
কিছু অনলাইন বিশ্লেষক দাবি করেছেন, এই তথ্যফাঁসের পরিসর ডিসকর্ডের ঘোষণার চেয়ে অনেক বড়।
কিন্তু ডিসকর্ডের মুখপাত্র বিবিসিকে বলেছেন, এই দাবিগুলো ‘ভুল এবং মুক্তিপণের চেষ্টা’ ছাড়া কিছু নয়।
তিনি বলেন, “আমরা অপরাধীদের কোনোভাবে পুরস্কৃত করব না। তাদের দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও বেআইনি।”
বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকারদের কাছে সরকারি আইডি নম্বর ও ছবির মতো তথ্য অত্যন্ত মূল্যবান, কারণ এগুলো পরিবর্তন করা প্রায় অসম্ভব।
এই তথ্যগুলো কালোবাজারে বিক্রি হয়ে পরিচয় জালিয়াতি, প্রতারণা বা ভুয়া প্রোফাইল তৈরি-এর কাজে ব্যবহার হতে পারে।
ডিসকর্ড সাম্প্রতিক বছরগুলোতে বয়স যাচাই প্রক্রিয়া শক্ত করেছে, কারণ কিছু সার্ভারে অশালীন ও চরমপন্থী কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছিল।
বর্তমানে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি।