টেলিস্কোপে মহাকাশ দেখল বাগেরহাটের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৮, ৯ অক্টোবর ২০২৫

বাগেরহাটে শিক্ষার্থীরা পেল ভিন্নরকম অভিজ্ঞতা। প্রথমবারের মতো তারা টেলিস্কোপের মাধ্যমে কাছ থেকে দেখল মহাকাশের বিস্ময়, চাঁদের গর্ত, তারার আলো আর দূর গ্রহের ঝলক। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে এ আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামছ উদ্দিন নাহার ট্রাস্টের প্রধান সমন্বয়কারী সুব্রত কুমার মুখার্জি, এসপিএসবির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ নাসির খান সৈকত, আঞ্চলিক সমন্বয়ক মাহমুদ শোভন, মেন্টর ফারজানা আক্তার লিমা ও রুবাইয়েদ। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ অভিজ্ঞতার অংশ নেয়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার জানায়, টেলিস্কোপে চাঁদ দেখার সময় তার মনে হয়েছে, যেন সে পৃথিবীর সীমানা ছাড়িয়ে অন্য এক জগতে চলে গেছে। নবম শ্রেণির রাহাত হোসেন জানায়, এতদিন সে ভেবেছিল মহাকাশ মানুষের নাগালের বাইরে, কিন্তু আজ বুঝতে পারল বিজ্ঞানের হাত ধরেই একদিন সেখানে পৌঁছানো সম্ভব।
আয়োজকরা জানান, জাতিসংঘ ঘোষিত বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে ‘তারায় তারায় খচিত’ শিরোনামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেরাই টেলিস্কোপ পরিচালনা করে চাঁদ ও তারকা দেখার বিরল অভিজ্ঞতা লাভ করে। আয়োজনের লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞানের প্রতি উৎসাহ জাগানো।
জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ–২০২৫’ (৪-১০ অক্টোবর)-এর প্রতিপাদ্য ‘লিভিং ইন স্পেস’ বা মহাকাশে বসবাসকে কেন্দ্র করে এ কর্মসূচি সাজানো হয়।
সুব্রত কুমার মুখার্জি বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন একেবারেই নতুন। তারা প্রশ্ন করছে, শিখছে এবং বিজ্ঞানের আনন্দ উপভোগ করছে, এটাই বড় অর্জন। এ ধরনের উদ্যোগ দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়া উচিত।