বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

বিবিএস জরিপ-২০২৫

গণপরিবহনে শীর্ষে সিএনজিচালিত অটোরিকশা ৩৩%, হেঁটে গন্তব্যে ৪৭%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৭, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫৯, ২৩ অক্টোবর ২০২৫

গণপরিবহনে শীর্ষে সিএনজিচালিত অটোরিকশা ৩৩%, হেঁটে গন্তব্যে ৪৭%

বাংলাদেশে গণপরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যান এখন সিএনজিচালিত অটোরিকশা। মোট যাত্রী পরিবহনের ৩৩ শতাংশ সিএনজি অটোরিকশায় সম্পন্ন হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২৫’- এ এই তথ্য উঠে এসেছে। এই জরিপের মাধ্যমে প্রথমবারের মতো সারাদেশে পরিবহন ব্যবহারের তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করা হলো।

বিবিএসের জরিপে বলা হয়েছে, শহর ও শহরতলিতে স্বল্প দূরত্বের যাতায়াতে সিএনজি অটোরিকশার জনপ্রিয়তা অন্য সব পরিবহনের তুলনায় অনেক বেশি। পরিবহন খাতে নিয়ন্ত্রণহীন ভাড়া, যানজট ও নিরাপত্তাহীনতা থাকা সত্ত্বেও অটোরিকশা এখনও সাধারণ মানুষের প্রধান ভরসা।

যাতায়াতের ধরনে পরিবর্তন

জরিপে দেখা যায়, জাতীয় পর্যায়ে ৪৭ দশমিক ৪১ শতাংশ মানুষ দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে ফুটপাথ ব্যবহার করেন। অর্থাৎ তারা গন্তব্যে পৌঁছাতে হাঁটাকেই প্রধান মাধ্যম হিসেবে নিচ্ছেন।

অন্যদিকে, রিকশা ব্যবহার করেন ৫ দশমিক ৭১ শতাংশ, রিকশাভ্যান ৬ দশমিক ৭৬ শতাংশ, এবং বাসে চলাচল করেন মাত্র ২ দশমিক ৬৯ শতাংশ যাত্রী।

প্রাইভেটকার ব্যবহারকারীর হার শূন্য দশমিক ৮৫ শতাংশ, আর ট্যাক্সিতে যাতায়াত করেন ০.৭৬ শতাংশ যাত্রী।

নদীপথেও সীমিত চলাচল

জরিপে আরও দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে নদীপথে যাতায়াতের হার তুলনামূলক কম। এর মধ্যে কান্ট্রি বোটে (দেশীয় নৌকা) যাতায়াত করেন ০.৪১ শতাংশ, ইঞ্জিনবোটে ০.২৫ শতাংশ আর অ্যাম্বুলেন্সে যাতায়াতের হার মাত্র ০.২০ শতাংশ।

বাকি ১.৫২ শতাংশ মানুষ অন্যান্য পরিবহন মাধ্যম ব্যবহার করেন বলে উল্লেখ করেছে বিবিএস।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, গণপরিবহন খাতে পরিকল্পনার অভাব, ট্রাফিক জট, এবং নিরাপদ বাসসেবার সংকট সিএনজি অটোরিকশাকে অনেকের জন্য বিকল্প পরিবহনে পরিণত করেছে।

তারা মনে করছেন, সরকার যদি নগর পরিবহন ব্যবস্থায় আধুনিক বাসরুট, ট্রাফিক ম্যানেজমেন্ট ও সাশ্রয়ী পাবলিক ট্রান্সপোর্টে বিনিয়োগ বাড়ায়, তাহলে সিএনজি নির্ভরতা কমানো সম্ভব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি