ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৯, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৭:৪১, ২৩ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুরে সামান্য বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুহিলপুর ইউনিয়নের উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া তিন দিন আগে আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে তুচ্ছ এক ঘটনায় চড় মারেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টির সমাধান করতে বুধবার রাতে নন্দনপুর বাজারে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
সালিশে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে দুই পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বিপাকে পড়েন বহু যাত্রী ও পরিবহন শ্রমিক।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে তারা অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে সদর থানার পুলিশ সদস্য জিয়াউর রহমানসহ অন্তত ১৫ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাট করে। বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।