রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টা-পাকিস্তান সামরিক প্রধানের বৈঠক

ঢাকা-ইসলামাবাদের নতুন শিপিং ও আকাশপথ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৬, ২৬ অক্টোবর ২০২৫

ঢাকা-ইসলামাবাদের নতুন শিপিং ও আকাশপথ চালুর ঘোষণা

ছবি : প্রধান উপদেষ্টা প্রেস উইং

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।আজ রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় জেনারেল মির্জা বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের বন্ধনকে গভীর শ্রদ্ধা করে। 

তিনি বলেন,“আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে। ইতিমধ্যেই করাচি–চট্টগ্রাম সমুদ্রপথ চালু হয়েছে, আর আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা–করাচি আকাশপথও চালু হবে।”

তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, এবং শান্তিপূর্ণ সহযোগিতার কাঠামো গড়ে তোলার ব্যাপারে পাকিস্তানের আগ্রহের কথা জানান।

বৈঠকে উভয় পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপের ক্রমবর্ধমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন,“সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ও বিভ্রান্তি এখন বৈশ্বিক সমস্যা। এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিপর্যয় মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’