রুদ্ধশ্বাস ম্যাচে লড়েও ওমানের কাছে হার বসুন্ধরা কিংসের
এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত সূচনা করার আশায় মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কিন্তু গোলসমৃদ্ধ রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ পর্যন্ত ওমানের ক্লাব আল সিবের কাছে ৩-২ গোলে হেরে প্রথম ম্যাচ থেকেই পয়েন্টবঞ্চিত হতে হয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাবটিকে। শনিবার (২৫ অক্টোবর) কুয়েতে অনুষ্ঠিত ম্যাচে রাকিব হোসেনের চোখধাঁধানো গোলও রক্ষা করতে পারেনি মারিও গোমেজের দলকে।