বৃষ্টির পর ঢাকায় স্বস্তির বাতাস: ‘সহনীয়’ পর্যায়ে রাজধানীর বায়ুমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৯, ১ নভেম্বর ২০২৫
দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের কবলে থাকা রাজধানী ঢাকা আজ সকালে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আবহাওয়ায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান নির্ধারক সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তথ্য অনুযায়ী শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) ৭৩, যা ‘সহনীয়’ বা Moderate পর্যায়ে পড়ে। ফলে আজ ঢাকাবাসী মন ভরে নিঃশ্বাস নিতে পারছেন।
?️ বৃষ্টির পর স্বস্তি, উন্নত হলো বায়ুমান
বিগত কয়েকদিনের বৃষ্টি রাজধানীর বায়ু থেকে ধুলাবালু ও ক্ষতিকর কণাগুলো দূর করতে বড় ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে বাতাসে স্থগিত কণার পরিমাণ কমে যাওয়ায় একিউআই সূচকে এ উন্নতি দেখা দিয়েছে।
? বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৩তম
বিশ্বের দূষিত শহরের তালিকায় বর্তমানে ঢাকার অবস্থান ৩৩তম। তুলনামূলকভাবে ঢাকার বায়ুমান এখন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ সীমায় রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের লাহোর শহর ৩৮২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। ভারতের রাজধানী দিল্লি দ্বিতীয় (২২৯ স্কোর) এবং চীনের সাংহাই তৃতীয় (২০১ স্কোর) স্থানে আছে। এছাড়া কাতারের দোহা (১৫৭), চীনের উহান (১৫৭), বাহরাইনের মানামা (১৩৯), ইন্দোনেশিয়ার মেদান (১৩২), সৌদি আরবের রিয়াদ (১৩২) এবং ভিয়েতনামের হো চি মিং সিটি (১২০) শহর তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে।
? একিউআই স্কোর ও স্বাস্থ্যঝুঁকি
বায়ুমানের সূচক (AQI) শূন্য থেকে ৫০ হলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায় হিসেবে ধরা হয়—যা শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
?️ আজকের পরামর্শ
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজকের আবহাওয়া ঢাকার মানুষের জন্য বেশ স্বস্তিদায়ক হলেও আগামী কয়েকদিনে বৃষ্টি না হলে বায়ুমান দ্রুত খারাপের দিকে যেতে পারে। তাই অনাবৃষ্টিকালীন সময়ে ধুলাবালি ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে রাখতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
