অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় নেদারল্যান্ডস: বোমেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫২, ২৬ নভেম্বর ২০২৫
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে সৌনেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। ছবি: এবি পার্টির দপ্তর
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—এ প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। বুধবার দুপুরে ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে সৌজন্য বৈঠক ও মতবিনিময়ের সময় তিনি এ অভিমত জানান।
বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার সানী আব্দুল হক।
দুই পক্ষের আলোচনায় উঠে আসে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া, জোট–জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মনোভাব, এবং আস্থা–সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা।
এছাড়া আলোচনা হয় নেদারল্যান্ডস–বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে।
রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল বলেন,“বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কারিগরি সহায়তায় বাংলাদেশকে সহযোগিতা করতে নেদারল্যান্ডস প্রস্তুত।”
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে নেদারল্যান্ডস দীর্ঘমেয়াদে পাশে থাকবে। তিনি বলেন, “ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আলোচনার সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী।
