ঢাকা-১০: এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৪৭, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:০৩, ২৩ নভেম্বর ২০২৫
আমার বাংলাদেশ (এবি) পার্টি
ঢাকা-১০ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নির্বাচনী বিলবোর্ড অন্য একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় ভাঙচুর ও ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা—এই অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এবি পার্টির এই দুই নেতা বলেন, ‘এ ধরনের সহিংস ও বেআইনি কার্যক্রমের আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। যেকোনো রাজনৈতিক সহিংসতা ভোটারদের অধিকার হরণ ও গণতান্ত্রিক চর্চার প্রতি অশ্রদ্ধার শামিল’।
এই অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করে এবি পার্টি। দলটি আশা করছে, রাজনৈতিক সব দল ভোট ও প্রচারণাকে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে গ্রহণ করবে এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
এবি পার্টির নেতারা বলেন, ভোটাররা তাদের নিজস্ব পছন্দ অনুসারে সিদ্ধান্ত গ্রহণ নেবেন এবং সব রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় সম্মানজনক সহাবস্থান নিশ্চিত করবে।
বিবৃতিতে বলা হয়, ‘সম্মানজনক যোগাযোগ হলো অন্যের মতামতকে মূল্য দেওয়া, আস্থা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ তৈরি, যেখানে সবাই স্বাধীনভাবে তাদের কথা বলতে পারেন। এটি সুস্থ সম্পর্ক এবং শক্তিশালী নির্বাচনী পরিবেশ গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
