বিএনপি পরিকল্পিতভাবে ফুয়াদের ওপর হামলা করেছে: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২১, ৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩৫, ৭ ডিসেম্বর ২০২৫
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: পার্টির দপ্তর
বরিশালে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে হামলা ও হেনস্তা করেছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা নয়, এটি ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে এই হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যে সকল বিএনপি নামধারী সন্ত্রাসীরা হামলার সাথে জড়িত ইতিমধ্যে তারা চিহ্নিত। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এবি পার্টি কোনো ধরনের ভয়ভীতি বা দমন-পীড়নে পিছিয়ে যাবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।
বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান মঞ্জু।
বিক্ষোভ মিছিলটি সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, আমিনুল ইসলাম এফসিএ, নাসরীন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, সহকারী শ্রম বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা ও সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জের ছেলে ব্যারিস্টার ফুয়াদ। উদ্বোধন শেষে বিএনপি নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন ব্যারিস্টার ফুয়াদ।
জানা গেছে, সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের কাছে স্থানীয় কিছু লোক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ জানান। এটি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। তারা জানতে চান—কে চাঁদাবাজি করছে? একপর্যায়ে নেতাকর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে ধাওয়া দিলে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
