ঝুলে গেল এনসিপিসহ ৫ দলের জোট গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৬, ২৭ নভেম্বর ২০২৫
৫ দলের জোট। গ্রাফিক্স : সমাজকাল
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৫ দলের জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসেনি।
জোটের অন্য চারটি দল হলো- গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। নিয়ে সম্ভাব্য পাঁচ দলীয় জোটের আলোচনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির নেতৃত্বে এই নির্বাচনী জোট হওয়ার কথা রয়েছে।
এসব দলের নেতারা জানিয়েছেন, আপ বাংলাদেশ–কে জোটে রাখার প্রশ্নে এনসিপির তীব্র আপত্তি এবং গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ মতবিভেদ—এই দুই কারণেই আলোচনা স্থবির হয়ে যায়।
বুধবার বিকেল থেকে প্রায় চার ঘণ্টা এনসিপির নির্বাহী কাউন্সিলের বৈঠকে জোটের লাভ–ক্ষতি নিয়ে আলোচনা হয়। বেশির ভাগ নেতা জোটে যাওয়ার পক্ষে মত দিলেও ইসলামী ছাত্রশিবিরের সাবেকদের অংশগ্রহণে গঠিত আপ বাংলাদেশ–কে জোটে রাখার বিষয়ে নেতাদের একটি বড় অংশ নেতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এই জোট গঠন নিয়ে বুধবার রাতে রাজধানীতে এনসিপির বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এনসিপি ও গণ অধিকারের নেতাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। গণ অধিকারের পক্ষ থেকে সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, গণ অধিকারের নেতারা জানতে চান—জোটের কাঠামো, লক্ষ্য ও রূপরেখা কি তৈরি হয়েছে। এনসিপি জানায়—এটি এখনো প্রাথমিক পর্যায়েই আছে।
কিছু নেতা তড়িঘড়ি করে জোট ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি গণ অধিকার পরিষদকে এনসিপির সঙ্গে একীভূত করার একটি প্রস্তাবও আলোচনায় উঠে আসে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আলোচনায় আপসহীন অবস্থান নেন বলে বৈঠকের নেতারা জানান।
এ বিষয়ে রাশেদ খান বলেন, “জোট গঠনের বিষয়ে আলোচনা প্রথম ধাপেই আছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
বুধবার রাত একটার পরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম আলোচনায় যোগ দিলে চার দলেরই যৌথ বৈঠক হয়।
রাত সাড়ে তিনটা পর্যন্ত আলোচনা চললেও আপ বাংলাদেশ এবং অভ্যন্তরীণ মতবিরোধ দূর না হওয়ায় সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
আজ বৃহস্পতিবার সকালে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, আজ কোনো জোট ঘোষণা হচ্ছে না; আলোচনা চলছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জেএসডিকে নিয়ে জোট গঠনের আলোচনা চলমান। জোট হলে তা নির্বাচনী জোটে পরিণত হবে। আর হলে হবে তফসিল ঘোষণার আগেই।”
কেন ঝুলে গেল জোট- জানতে চাইলে বুধবারের জোট সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়া এক শীর্ষ নেতা জানান, আপ বাংলাদেশকে জোটে রাখার বিষয়ে এনসিপির আপত্তি রয়েছে। গণ অধিকার পরিষদের ভেতরে জোটে যাওয়ার প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছে। মুলত এই দুই কারণেই জোটের আত্মপ্রকাশ স্থগিত হয়েছে।
