১৫০ আসন বিএনপি–জামায়াত জোট আর বাকিদের ১৫০ আসন প্রস্তাব, এবি পার্টি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ১২ নভেম্বর ২০২৫
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বড় ধরনের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি প্রস্তাব দেন, জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে, আর বাকী ১৫০ আসন থাকবে সবার জন্য উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত ওই আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মঞ্জু বলেন, “৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকী ১৫০ আসন থাকবে উন্মুক্ত। যে ১৫০ আসনে সমঝোতা হবে তাতে বিএনপি জোট ১০০ আসনে এবং জামায়াত জোট ৫০ আসনে প্রার্থী দেবেন। বাকী ১৫০ আসনে সবাই সবার মত করে প্রার্থী দেবেন।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য এই ধরনের সমঝোতা সময়ের দাবি। এতে শুধু বিরোধী রাজনীতির ঐক্যই মজবুত হবে না, গণতন্ত্রও শক্ত ভিত পাবে বলে মনে করেন তিনি।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। মঞ্জুর এই প্রস্তাব বিএনপির কৌশলগত সিদ্ধান্তে নতুন মাত্রা আনবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
