ভূমিকম্পে হতাহতের ঘটনায় এবি পার্টির শোকপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩০, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:৩৯, ২১ নভেম্বর ২০২৫
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ছবি: সংগৃহীত
২১ নভেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে শিশু-মেডিকেল শিক্ষার্থীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু ও বহু মানুষের আহতের ঘটনায় গভীর শোক ও দু:খপ্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আহতদের যথাযথ চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে নিরীহ মানুষের প্রাণহানি আমাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
তারা বলেন, শুক্রবারের ভূমিকম্প ছিলো দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে ঢাকা শহরে বেশকিছু বড় ভবন হেলে পরা ও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জেনেছি। ক্ষতিগ্রস্ত ভবনগুলো ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা, জনসচেতনতা, যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি সময়ের দািব বলেও মনে করছেন তারা।
