শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

গুলশানের বারে বাউন্সারের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৪:১১, ৩১ অক্টোবর ২০২৫

গুলশানের বারে বাউন্সারের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর গুলশানের অভিজাত বার ‘ব্লিস আর্ট লাউঞ্জ’-এ বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ী দবিরুল ইসলাম (৫১) নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার সাতজনের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে পুলিশ আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই মোক্তার হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ম্যানেজার শামীম আহমেদ, গ্রাহক তোফাজ্জেল হোসেন, এবং বাউন্সার ও কর্মচারী রাজু আহমেদ, রাকিব হোসেন, কাউসার হোসেন, রুবেল মাহমুদ ও প্লাবন মিয়া।

এর আগে ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুরুতে মামলা ছিল হত্যাচেষ্টা; কিন্তু দবিরুলের মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপ নেয়।

গত ১৪ অক্টোবর রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ব্লিস আর্ট লাউঞ্জে ব্যবসায়ী দবিরুল ইসলাম কাজ শেষে যান। পরে পরিবার তার ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন ভোরে জানা যায়, তিনি গুলশানের এক ভবনের পেছনের রাস্তায় পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ঢাকা মেডিকেল কলেজে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বারের ম্যানেজার শামীম আহমেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দবিরুল তাকে থাপ্পড় দেন। সঙ্গে সঙ্গে শামীম ও কয়েকজন বাউন্সার মিলে দবিরুলকে বেধড়ক মারধর করেন। মাটিতে পড়ে গেলে তার মাথায় একাধিক লাথি মারা হয়। কিছুক্ষণ পরই কয়েকজন মিলে দবিরুলকে পাশের রাস্তায় ফেলে যায়।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন,“বারের কর্মকর্তা ও কর্মচারীরা দবিরুল ইসলামকে মারধর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

গত এক সপ্তাহে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাদের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন