শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

বিএনপি-আওয়ামী লীগ বলয় ভেঙে বিএনপি-জামায়াত বলয় তৈরির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩১, ৩১ অক্টোবর ২০২৫

বিএনপি-আওয়ামী লীগ বলয় ভেঙে বিএনপি-জামায়াত বলয় তৈরির চেষ্টা চলছে

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপি-আওয়ামী লীগ বলয় ভেঙে বিএনপি-জামায়াত দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে।”

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। প্রধান আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এবি পার্টির পক্ষ থেকে জেএসডি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মজিবুর রহমান মঞ্জু তাঁর বক্তব্যে বলেন, ইতিহাসের দুর্ভাগ্যজনক উপাখ্যান হলো এই মাটিতে যেমন নবাব সিরাজউদ্দৌলার জন্ম হয়েছে, তেমনি মীর জাফরেরও জন্ম হয়েছে। তিনি আরও বলেন, “ইয়াহিয়ার মতো স্বৈরশাসককে উৎখাতের পর শেখ মুজিবের মধ্যেই ইয়াহিয়ার চরিত্রের পুনরুত্থান ঘটে।"

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির বলয়ের মধ্যেই দেশের রাজনীতি আবদ্ধ ছিল। আওয়ামী লীগের পতনের পর বিএনপি-জামায়াত বলয় তৈরির প্রচেষ্টা চলছে, যা ফ্যাসিবাদের নতুন রূপকে টিকিয়ে রাখবে।

মঞ্জু বলেন, “দ্বিদলীয় রাজনীতির এই বলয় না ভাঙলে এবং নতুন বহুমাত্রিক রাজনৈতিক শক্তি বা জোটের আত্মপ্রকাশ না ঘটলে দেশে ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়।”

তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দ্বিধাহীনভাবে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষার কোনো দায় নেয় না। “তারা ছলচাতুরীর আশ্রয় নিয়ে যে কোনো উপায়ে ক্ষমতায় চেপে ফ্যাসিবাদ কায়েম করে,”—বলেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থেকেছে। “আমরা যে সংস্কার প্রস্তাব নিয়ে ৭–৮ মাস ধরে আলোচনা করছি, আওয়ামী লীগ হলে দুই দিনেই সনদে স্বাক্ষর করত। কিন্তু বিএনপি আলাপ-আলোচনা করেই সময় পার করছে, এভাবেই তারা ১৫ বছর ধরে ক্ষমতায় ফিরতে পারেনি,”—বলেন মঞ্জু।

তিনি বলেন, বিএনপির এখন আত্মপর্যালোচনার সময়। অযথা বিতর্কে না গিয়ে যৌক্তিক সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে সকল দলকে ঐক্যবদ্ধ করতে পারলে রাষ্ট্র নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে এবং বিএনপির ক্ষমতায় ফেরার পথও সহজ হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন