সুপ্রিম কোর্টে শুনানি পর্যবেক্ষণ নেপালের প্রধান বিচারপতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৬, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৬, ২ নভেম্বর ২০২৫
নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত, ছবি : সমাজকাল
বাংলাদেশে সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত আজ (রবিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে বসে চলমান একটি ঐতিহাসিক মামলার শুনানি পর্যবেক্ষণ করেছেন।
দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তিনি উপস্থিত ছিলেন। এই বেঞ্চে বর্তমানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত একাধিক আপিলের শুনানি চলছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, নেপালের প্রধান বিচারপতি রাউত বাংলাদেশে বিচার বিভাগের অগ্রগতি, আইনি সংস্কার, এবং দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক বিচারব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সফরে এসেছেন।
এর আগে তিনি শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা আসেন। সফরকালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইন উপদেষ্টা এবং বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এ শুনানি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে দেশের নির্বাচনকালীন প্রশাসন কাঠামো নিয়ে চলমান বিতর্কের একটি আইনি সমাধানের পথ উন্মুক্ত হতে পারে।
