হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসা গ্রুপ চেয়ারম্যানকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৯, ৫ নভেম্বর ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে এ বিষয়ে শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
শুনানির শুরুতে নজরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শাহীন মোরশেদ আদালতের কাছে তার শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কাঠগড়ায় না দাঁড়িয়ে বসার অনুমতি চান। তবে আদালত আবেদনটি মঞ্জুর করেননি।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চারটি ধারায় নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
আইনজীবী শাহীন মোরশেদ সাংবাদিকদের বলেন,“আমরা আদালতকে জানিয়েছি, কাউকে গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে যথাযথ কারণ দেখাতে হয়। কিন্তু পুলিশ কোনো নির্দিষ্ট কারণ উপস্থাপন করতে পারেনি। শুধু বিশেষ কারণ দেখিয়ে হাজির করা হলে তা বিচারপ্রাপ্তির পথে বাধা সৃষ্টি করবে।”
তিনি আরও বলেন,“তার বয়স ও অসুস্থতা বিবেচনায় আমরা বসার অনুমতি চেয়েছিলাম, কিন্তু আদালত সেই আবেদন অনুমোদন করেননি।”
