পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪, ১৮ নভেম্বর ২০২৫
রাজধানীর পল্লবী এলাকায় সন্ত্রাসীরা দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান
কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কারা বা কেন তাকে গুলি করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কিবরিয়া ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামে একটি দোকানে ঢোকার কিছুক্ষণ পরই মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে গুলি ছোড়ে। খুব কাছ থেকে মাথা, বুক ও পিঠে মোট ৭ রাউন্ড গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে একই সংখ্যক গুলির খোসা উদ্ধার করা হয়।
এ সময় দোকানের ভেতরে থাকা আরিফুল (২২) নামে এক রিকশাচালকও গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তিন হামলাকারীই মাস্ক ও হেলমেট পরা ছিল। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই তারা দোকানে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। কিবরিয়া প্রাণ বাঁচাতে দোকানের একটি চেয়ারের আড়ালে লুকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হামলাকারীরা অত্যন্ত কাছ থেকে গুলি চালাতে থাকে। দোকানে আরও মানুষ থাকলেও কেউ হামলাকারীদের বাধা দিতে পারেননি।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা উদঘাটনে তদন্ত চলছে।
