রামপুরায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৮, ১৮ নভেম্বর ২০২৫
রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে হঠাৎ এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে ছিল। রাতের নিস্তব্ধতা ভেদ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির সামনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে, আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
ঘটনার খবর পেয়ে রামপুরা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আগুন নেভানোর পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
কে বা কারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
